Logo

আন্তর্জাতিক    >>   বাংলাদেশ উদীচী যুক্তরাষ্ট্র সংসদের আয়োজনে ৫৪ তম বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ উদীচী যুক্তরাষ্ট্র সংসদের আয়োজনে ৫৪ তম বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ উদীচী যুক্তরাষ্ট্র সংসদের আয়োজনে ৫৪ তম বিজয় দিবস উদযাপন

গত ২২ ডিসেম্বর রবিবার দুপুর ৩টায় জ‍্যামাইকার মার্ক্স হোম কেয়ার এজেন্সির মিলনায়তনে “ প্রতিবাদ প্রতিরোধে উদ্দীপ্ত হয়ে উঠুক মুক্তিযোদ্ধা চেতনা  “ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ৫৪ তম বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা  ও বিশেষ সম্মাননা প্রদান করেছে।


সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব শেলী শামসে্র উপস্থাপনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সংগীত শিল্পীরা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।

পরে উদীচী সংসদের সভাপতি সুব্রত বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, লেখক, প্রাবন্ধিক , সাবেক টিভি প্রযোজক বেলাল বেগ , সাপ্তাহিক প্রবাসী সাবেক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা রফিকউদ্দিন চৌধুরী ( রানা ), দি অপ্টিমিস্টস চেয়ারম্যান মিনহাজ আহমেদ, দি অপ্টিমিস্টস ইলেক্ট চেয়ারম্যান শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও প্রিন্সিপাল শফিকুল ইসলাম, শমশেরনগর হাসপাতালের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সাইফুর রহমান, ডিজিটাল ট্রাভেল এর সি, ই, ও নজরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা, সমাজ সেবক ও উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সহ-সভাপতি শরাফ সরকার , নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লিডার ডক্টর দিলীপ নাথ, মার্ক্স হোম কেয়ার এজেন্সির প্রতিনিধি ইমন, যুক্তরাষ্ট্র সংসদের সহ - সাধারণ সম্পাদক কল্লোল দাশ, কোষাধ্যক্ষ সুলেখা পাল , প্রচার সম্পাদক জাকির হোসেন বাচ্চু,জ‍্যামাইকা সংসদের সাধারণ সম্পাদক আশীষ রায়, সাংস্কৃতিক সম্পাদক ফুলু রায়চৌধুরী, সদস্য সুচরিত দত্ত ,ব্রঙ্কস সংসদের সভাপতি ক্লারা রোজারিও,কমিটির লিডার সন্জিত কুমার ঘোষ, রুপক নন্দী,দেবব্রত ঘোষ , সুমন দে প্রমুখ ।এরপর আবারও শেলী শামসে্র উপস্হাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সুচরিত দত্ত, বীর মুক্তিযোদ্ধা প্রীতি রন্জন সাহার লেখা ” ৭১ সালের স্মৃতি চারণ “ চিঠি পাঠ করেন আবৃত্তিকার মুনমুন সাহা, নৃত্য পরিচালক জুলি খাস্তগীর পরিচালনায় “ আমার দেশ “ গল্পের উপর শিশুদের পরিবেশনা  , শিশু শিল্পী পূর্ণাত্তম সাহা পূর্ণার কবিতা আবৃত্তি, একক গান পরিবেশন করেন, জনপ্রিয় কন্ঠশিল্পী ইমন বিশ্বাস, রাবেয়া আক্তার , সুপর্না সরকার, শুভ্রা নন্দী, জুলি খাস্তগীর , এছাড়াও সংগীত পরিচালক মোহাম্মদ সানা ইসলামের পরিচালনায় উদীচীর সংগীত শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন ।

পরে , উপস্থিত সাবেক সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ , টিভি ব‍্যক্তিত্ব লেখক বেলাল বেগ , অপ্টিমিষ্ট এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকউদ্দিন চৌধুরী রানাকে উদীচীর পক্ষ হতে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় । সবশেষে সভাপতি সুব্রত বিশ্বাস সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert